সংগৃহীত
লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরাইলি বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও নয়জন।
নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের সিভিল ডিফেন্সের একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ লেবাননের সাইদা এলাকায় ইসরাইলি হামলায় তিনজন নিহত ও নয়জন আহত হয়েছে। এছাড়া পূর্ব লেবাননের মাচঘারা শহরে ইসরাইল অভিযান চালিয়ে তিন বেসামরিক নাগরিক এবং দক্ষিণ লেবাননের জাবাল আল-বাতাম গ্রামে আরও দুজনকে হত্যা করেছে।
সূত্রটি আরও জানায়, দক্ষিণ লেবাননের বাজুরিয়াহ পৌরসভায় ইসলামিক স্বাস্থ্য কর্তৃপক্ষের দুই স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।ৃ
ইসরাইলের বুধবারের বিমান হামলায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর খিয়ামের পূর্ব প্রান্তে ধ্বংস হওয়া দুটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে লেবাননের পাঁচ বেসামরিক নাগরিকের লাশ রোববার উদ্ধার করেছে লেবাননের রেড ক্রসের একটি দল।
এদিকে ধারাবাহিক এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের সামরিক শাখা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বাড়িয়ে সেপ্টেম্বরের শেষ দিক থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী।
রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ৯৮৬ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১৩ হাজার ৪০২ জন।
সূত্র: সিনহুয়া
আন্তর্জাতিক ডেস্ক:
মন্তব্য করুন