• 07:39:18 AM

  • শনিবার, ৫ এপ্রিল ২০২৫ |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা * গাজায় হানাদারদের বিমান হামলায় প্রাণ গেল ৮৬ ফিলিস্তিনির * দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা * প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: গোলাম পরওয়ার * ড. ইউনূসের সাথে বৈঠকের পর এক্সে যা লিখলেন মোদি * থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধান উপদেষ্টা * শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে: সারজিস * আম্বরশাহ শাহী জামে মসজিদের প্রধান খতিবের মৃত্যুতে মসজিদ কমিটির শোক * প্রত্যাবাসন: প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে রাজি মিয়ানমার * দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর

২৬ দিনে ২৯৪ কোটি ডলার রেকর্ড প্রবাসী আয়

news-details

ফাইল ছবি


ঈদের আগে চলতি মাসের প্রথম ২৬ দিনে ২৯৪ কোটি ডলার বা ৩৫ হাজার ৭৯৪ কোটি টাকা প্রবাসী আয় এসেছে। এর মধ্যে শেষ দুই দিনে এসেছে ১৯ কোটি ৭০ লাখ ডলারের আয়। প্রথমবারের মতো ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রবাসী আয় আসছে, তবে তার হিসাব এখনও পাওয়া যায়নি। মাস শেষ হতে আরও চার দিন বাকি। চলতি মাসে নতুন রেকর্ড সৃষ্টি হতে যাচ্ছে, এমনটি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে।

এখন পর্যন্ত মার্চ মাসে গড়ে ১১ কোটি ৩২ লাখ ডলার প্রতি দিন এসেছে। ফেব্রুয়ারি মাসে সব মিলিয়ে ২৫২ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। প্রবাসীরা এখন বৈধ পথে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা মূলত অর্থ পাচারের পরিমাণ কমে আসার কারণে। এর ফলস্বরূপ, রমজান মাসে প্রবাসী আয়ের প্রবাহ নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, মার্চ মাসের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় ছিল ১৬৬ কোটি ডলার। ১৯ মার্চে এই পরিমাণ বেড়ে ২২৫ কোটি ডলারে পৌঁছেছে। ১ থেকে ২২ মার্চের মধ্যে এই আয় দাঁড়ায় ২৪৩ কোটি ডলার, যা ২৪ মার্চে বেড়ে ২৭০ কোটি ডলারে উন্নীত হয়। পরবর্তীতে ২৬ দিনে এই আয় বেড়ে ২৯৪ কোটি ৫০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোতে ডলারের সংকট অনেকটা কাটিয়ে উঠেছে এবং ডলারের দাম ১২৩ টাকার মধ্যেই রয়েছে। এর ফলে পণ্য আমদানির দামও স্থিতিশীল রয়েছে এবং খাদ্যপণ্যের দাম অনেকটা বাড়েনি।


এনএনবিডি ডেস্ক:

মন্তব্য করুন