• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* জ্বালানি তেলের দাম ১০ থেকে ১৫ টাকা কমানো সম্ভব: সিপিডি * জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন আপিল বিভাগের কার্যতালিকায় * জ্বালানি তেলের দাম ১০-১৫ টাকা কমানো সম্ভব : সিপিডি * যুদ্ধ বন্ধ না হলে কোন জিম্মিকে মুক্তি দেয়া হবেনা: হামাস * প্রধান নির্বাচন কমিশনার হলেন এ এম এম নাসির উদ্দীন * সাবেক মন্ত্রী-এমপিদের ৩৪৩ অ্যাকাউন্টে সাড়ে ১৪ হাজার কোটি টাকা জব্দ * দায়িত্ব নিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী * শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না * আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম * সাবেক এমপি শাহজাহান ওমর থানা হেফাজতে

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ইমরুল কায়েস

news-details

সংগৃহীত ছবি


টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমরুল কায়েস। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার খেলবেন না আর প্রথম শ্রেণির ক্রিকেটও। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

বুধবার (১৩ নভেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি প্রোমো ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই ব্যাটার।

ভিডিওতে ইমরুল কায়েস জানান, আগামী ১৬ নভেম্বর থেকে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন না তিনি।

সকল ভক্ত-সমর্থকদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, ‘আমি খুব শিগগিরই ক্যারিয়ারের একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি আমার টেস্ট ক্যারিয়ারে সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে ফার্স্ট ক্লাস ক্যারিয়ারেরও সমাপ্তি ঘোষণা করছি। যা আমার ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের একটি মুহূর্ত।’

অবশ্য লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে এই বাঁহাতি ওপেনার। বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের ২২ নভেম্বর ভারতের বিপক্ষে, ইডেন গার্ডেন্সে। এরপর আর সাদা পোশাকে দেখা যায়নি তাকে।

বাংলাদেশের হয়ে ৩৯টি টেস্ট ম্যাচ খেলেছেন ইমরুল কায়েস। তিনটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরিসহ এক হাজার ৭৯৭ রান করেছেন এই ওপেনার। সব মিলিয়ে ক্যারিয়ারে ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২০টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরিসহ রান করেছেন ৭৯৩০।


স্পোর্টস ডেস্ক

মন্তব্য করুন