সংগৃহীত ছবি
‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে আজ (রোববার) গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। একই স্থানে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
তবে জিরো পয়েন্টে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়নি। এই অবস্থায় দলটির নেতাকর্মীদের এক মিনিটের জন্য হলেও রাস্তায় নামার অনুরোধ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
রোববার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডিতে লাইভে এসে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, প্লিজ, আপার অনুসারী যারা আছেন, তারা একটা মিনিটের জন্য হলেও রাস্তায় নামেন। দেখা না হলে তো কথা হবে, তাই না। প্লিজ রাস্তায় নেমে আসেন, আপনাদের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। দেশের প্রত্যেকটি মানুষ আপনাদের একটু দেখতে চায়। আপনারা কোথায়?
আওয়ামী লীগ নেতাদের বিদেশে বসে না থেকে দেশে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা বলছেন, আপনাদের সঙ্গে নাকি দেশের জনগণ আছে। যদি জনগণ থাকে, তাহলে তাদের নেত্রী বিদেশে কেন পালিয়ে গেল? আপনারা সবাই পালালেন কেন? মূর্খের দল কিছুই বোঝে না। ওদের কোনো আত্মমর্যাদা নেই।
এনএনবিডি ডেস্ক
Md.wahedul hQue, 10 November, 2024 02:38 PM
Right you are. They(bal) are shameless people.