• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* সাবেক মন্ত্রী-এমপিদের ৩৪৩ অ্যাকাউন্টে সাড়ে ১৪ হাজার কোটি টাকা জব্দ * দায়িত্ব নিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী * শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না * আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম * সাবেক এমপি শাহজাহান ওমর থানা হেফাজতে * জামিন পেয়েছেন শফিক রেহমান * ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় লিখিত অভিযোগ, তদন্ত কমিটি গঠন * হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলেননি ট্রাম্প * রাশিয়ায় এবার যুক্তরাজ্যের তৈরি ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলা * জাতি হিসেবে আমরা সবাই একই পরিবারের সদস্য: ড.ইউনূস

পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে তিন শতাধিক মানুষের মৃত্যু

news-details

ছবি : সংগৃহীত


পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে ভয়াবহ ভূমিধসে তিন শতাধিক মানুষ ও এক হাজার ১০০ বাড়িঘর চাপা পড়েছে। শনিবার স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। 

রাজধানী পোর্ট মোর্সবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এনগা প্রদেশের কাওকালাম গ্রামে শুক্রবার স্থানীয় সময় রাত ৩টা থেকে শনিবার সকাল পর্যন্ত ভূমিধসে শত শত মানুষের মৃত্যু হয়। এতে ১১শ’টিরও বেশি বাড়ি ধসে পড়ে। 

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সদস্য আইমোস আকেমের মন্তব্যের বরাত দিয়ে পাপুয়া নিউ গিনি পোস্ট কুরিয়ার জানিয়েছে, অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে ভূমিধসে তিন শতাধিক মানুষ এবং এক হাজার ১৮২টি ঘরবাড়ি চাপা পড়েছে। আকেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স। 

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি) শনিবার জানিয়েছে, প্রদেশটির মুলিতাকা অঞ্চলে ভূমিধসে ছয়টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিএফএটি'র এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, 'ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ নিরূপণের জন্য পোর্ট মোর্সবিতে অস্ট্রেলিয়ার হাইকমিশন পাপুয়া নিউ গিনি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

শনিবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, জরুরি দলগুলো জনবহুল এলাকায় পৌঁছানোর পর ওই এলাকা থেকে চারটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখানে মৃতের সংখ্যা  বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভূমিধসের কারণে মহাসড়কে চলাচল বন্ধ হয়ে গেছে। হেলিকপ্টারই ওই এলাকায় পৌঁছানোর একমাত্র ভরসা হয়ে পড়েছে বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যমটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রামবাসী নিঙ্গা রোলের পোস্ট করা ফুটেজে দেখা গেছে, লোকজন উপড়ে পড়া গাছ ও ময়লার ঢিবি,পাথরে চাপা পড়ে থাকা জীবিতদের খোঁজে তল্লাশি করছে। নারীদের কান্নার শব্দও শোনা যায় ভিডিওতে।

প্রধানমন্ত্রী জেমস মারাপ বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রতিরক্ষা বাহিনী এবং পূর্ত ও মহাসড়ক বিভাগ ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সহায়তা করছে।

সূত্র: রয়টার্স


আন্তর্জাতিক ডেস্ক:

মন্তব্য করুন