• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
ব্রেকিং নিউজ
সর্বশেষ নিউজ
* কাশ্মীর হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান * মেঘনা গ্রুপের পণ্য বয়কটের ডাক মাসুদ সাঈদীর * দ্রুত ডাকসু নির্বাচন চান ৯৬ শতাংশ শিক্ষার্থী:পরামর্শক কমিটির জরীপ * পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়, নিহত ৬ * ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক শুরু * রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা * রাঙ্গামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫ * সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহার করতে হবে * সমালোচনা কখনো অসভ্য ভাষায় হওয়া উচিত নয়: রেজাউল করিম * পোপ ফ্রান্সিসের অন্তিম যাত্রা আজ

বগুড়ায় মাদক মামলায় কথিত সাংবাদিক সালমান হৃদয় কারাগারে

news-details

ছবি: সংগৃহীত


বগুড়ায় প্রতিদিন বেড়ে চলেছে ফেসবুক ও ইউটিউব সাংবাদিকসহ সম্পাদকের সংখ্যা। এদের মূল কাজ সাধারণ মানুষকে হুমকি-ধামকি দেওয়া, পত্রিকায় সংবাদ করে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়া এবং কার্ড বাণিজ্য। তেমনই একজন কথিত সাংবাদিক ও অনুমোদন বিহীন ‘দৈনিক পীরগাছা সংবাদ’ পত্রিকার সম্পাদক এস.এম সালমান হৃদয়। এছাড়াও নিজেকে দৈনিক মায়ের আঁচল পত্রিকার বগুড়া প্রতিনিধি, দৈনিক মুক্ত সকাল পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক মুক্ত জমিন ও দৈনিক কালের খবর পত্রিকার পীরগাছা (বগুড়া) প্রতিনিধি, দৈনিক প্রত্যাশা প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে ২১ (একুশ) বোতল ফেন্সিডিলসহ কথিত এই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার এস.এম সালমান হৃদয় বগুড়া সদর উপজেলার উত্তর ডেকড়া এলাকার মৃত আঃ সাত্তারের ছেলে। বর্তমানে তিনি সদরের নিশিন্দারা এলাকায় ভাড়া থাকেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বগুড়া সদর উপজেলার ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে ২১ (একুশ) বোতল ফেন্সিডিলসহ এস.এম সালমান হৃদয়কে (৩৫) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এস.এম সালমান হৃদয় এর নামে রয়েছে একাধিক অভিযোগ। সাংবাদিক পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে টার্গেট করে চলে তাদের সাংঘাতিক চাঁদাবাজি। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছবি তুলে সংবাদ প্রকাশের কথা বলে হাতিয়ে নেয় অর্থ। বড় বড় পত্রিকার ই-পেপারে ফটোশপ ব্যবহার করে লেখা ও ছবি বসিয়েও প্রতারণা করে সাধারণ মানুষের সাথে। এর পাশাপাশি লোকচক্ষুর আরালে চলে সালমান-সাথী দম্পতির মাদক ব্যবসা। এর আগে ২০২২ সালের ১২ ডিসেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজার এলাকা থেকে ১৫ (পনেরো) বোতল ফেন্সিডিলসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের হাতে গ্রেফতার হয়েছিল সালমানের স্ত্রী আসমা আক্তার সাথী।


এনএন বিডি ডেস্ক:

মন্তব্য করুন