• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* জামায়াত নেতা আজহারের রিভিউ আপিল বিভাগের কার্যতালিকায় * জ্বালানি তেলের দাম ১০-১৫ টাকা কমানো সম্ভব : সিপিডি * যুদ্ধ বন্ধ না হলে কোন জিম্মিকে মুক্তি দেয়া হবেনা: হামাস * প্রধান নির্বাচন কমিশনার হলেন এ এম এম নাসির উদ্দীন * সাবেক মন্ত্রী-এমপিদের ৩৪৩ অ্যাকাউন্টে সাড়ে ১৪ হাজার কোটি টাকা জব্দ * দায়িত্ব নিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী * শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না * আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম * সাবেক এমপি শাহজাহান ওমর থানা হেফাজতে * জামিন পেয়েছেন শফিক রেহমান

হবিগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

news-details

সংগৃহীত ছবি


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, বাসচালক রাজু মিয়া (৩৫) এবং ট্রাকচালক আজিজুল হক (৪০)।

হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে নুরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক মাধবপুর উপজেলার ভান্ডারুয়া গ্রামের আব্দুল আজিজ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বাসের চালকসহ ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাস চালক মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হসপাতালে পাঠানো হয়।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন