• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* খালেদা জিয়ার উপদেষ্টা রোজি কবিরের ইন্তিকাল * জাতি হিসেবে আমাদের সহনশীল হতে হবে: মির্জা ফখরুল * নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল: সারজিস * বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ * হাসিনার ট্রাভেল ডকুমেন্টে কী লিখেছে ভারত * তিনদিনের মধ্যে এনআইডি সার্ভারে নাগরিকের তথ্য আপলোডের নির্দেশ * পুলিশের ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি * যে কারণে ফেসবুকজুড়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ * সাবেক মেয়র আতিকুল ইসলাম আবারও ৫ দিনের রিমান্ডে * আদানির সঙ্গে সব বিদ্যুৎ চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ছাত্র-জনতার ফ্যাসিবাদবিরোধী স্লোগানে উত্তাল জিরো পয়েন্ট

news-details

সংগৃহীত ছবি


‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। একই স্থানে বিকেল ৩টায় নেতাকর্মীদের সমবেত হওয়ার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। তবে দলটির কোনো নেতাকর্মীর উপস্থিতি এখন পর্যন্ত দেখা যায়নি।

আজ (রোববার) সকাল থেকেই জিরো পয়েন্ট মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থী ও জনতা। এ সময় তারা আমার সোনার বাংলায়, ফ্যাসিবাদের ঠাঁই নাই; দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত; উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস; সহ নানা স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, যে দল ও সরকার দেশে ফ্যাসিবাদকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল, আমার ভাইবোনদের হত্যা করেছিল, তাদের ক্ষেত্রে কোনো ছাড় নেই। আমরা কোনো লীগ চাই না, সেজন্যই আজ আমাদের এ অবস্থান কর্মসূচি।

জুলাইয়ের কাফেলা নামের একটি সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে আসা আরিফ রব্বানী বলেন, স্বৈরাচারের দোসররা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তারা এখনো দেশকে অস্থিতিশীল করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বিগত দিনের গণহত্যার ব্যাপারে অনুতপ্ত হওয়ার বদলে উল্টো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে একটি ঘৃণ্য দল। এদের লজ্জা শরম নেই। আজ যেকোনো মূল্যে তাদের ঘোষিত কর্মসূচি প্রতিহত করা হবে।

এদিকে সকাল থেকেই স্বাভাবিক রয়েছে জিরো পয়েন্টসহ আশপাশের সড়কের পরিস্থিতি। যানবাহন চলাচলসহ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে চলাফেরা করতে দেখা গেছে।

এছাড়া সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। সচিবালয় রোডের সামনে উল্লেখযোগ্য পরিমাণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি রয়েছে। এ ছাড়া, পুলিশের একটি সাঁজোয়া যানও রাখা হয়েছে।

সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে ডিএমপির একজন পুলিশ সদস্য বলেন, আমাদের কয়েক প্লাটুন পুলিশ সদস্য নিরাপত্তায় কাজ করছে। জিরো পয়েন্টের প্রত্যেকটা মোড়ে আমাদের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করছে। সিভিল ড্রেসে সব বাহিনীর লোকবলই রয়েছে। আজকের কর্মসূচি উপলক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা অবস্থান করব।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধারে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হওয়ার নির্দেশনা দেয়। 

এছাড়া সামাজিক মাধ্যমে ভাইরাল এক অডিও বার্তায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিল সমাবেশের নির্দেশ দেন। সেই ছবি ও প্ল্যাকার্ড ঢাল হিসেবে ব্যবহার করে সেগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহ করে তার কাছে পাঠানোর নির্দেশও দেন।

এর পাল্টা কর্মসূচি হিসেবে স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে জিরো পয়েন্টে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন