• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলেননি ট্রাম্প * রাশিয়ায় এবার যুক্তরাজ্যের তৈরি ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলা * জাতি হিসেবে আমরা সবাই একই পরিবারের সদস্য: ড.ইউনূস * ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে : আসিফ নজরুল * বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান সিরিজের প্রস্তুতি সারতে চায় ওয়েস্ট ইন্ডিজ * ফের ঢাকার সড়কে রিকশাচালকদের অবরোধ, বন্ধ যান চলাচল * শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা * গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের যুক্তরাষ্ট্রের ভেটো * বৃটিশ পার্লামেন্টে উপদেষ্টা সাখাওয়াত: ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে * ১৫ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

কোচ হওয়ার জন্য কোর্স করছেন ডি মারিয়া

news-details

ফাইল ছবি


আর্জেন্টিনার বিভিন্ন শিরোপা জয়ের নায়ক আনহেল ডি মারিয়া। সবশেষ দুই কোপা আমেরিকা, ইতালির বিপক্ষে ফিনালিসিমা কিংবা বাইশের কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার জেতা এই চার শিরোপা জয়েই রয়েছে এই ফুটবলারের অবদান। তবে চলতি বছরের গেল জুলাই মাসে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে রেকর্ড ১৬তম বারের মতো কোপা আমেরিকা শিরোপা জিতিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৬ বছর বয়সি এই মধ্যমাঠের তারকা।

যদিও ক্লাব ফুটবলে এখনো নিয়মিত খেলে যাচ্ছেন। তবে এটারও ইতি টেনে ফেলবেন কয়েক বছরের মধ্যেই। ফুটবল ক্যারিয়ার শেষে তিনি শুরু করতে পারেন কোচিং ক্যারিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ডি মারিয়া।

আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততার কারণে ক্লাব ফুটবলে বিরতি চলছে। যেহেতু ডি মারিয়ার জাতীয় দলের ব্যস্ততা নেই তাই ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এর ফাঁকেই সম্প্রতি পডকাস্টার হুয়ান পাবলো ভারস্কি অন ক্ল্যাঙ্কের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন আর্জেন্টাইন এই ফুটবলার। সেখানেই উঠে আসে তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি। নিজের ভবিষ্যৎ নিয়ে ডি মারিয়া বলেন, ‘কোচ হওয়ার জন্য আমি কোর্স করছি। যদি প্রয়োজন হয়, এটা ভেবে করছি। ৩০ বছর বয়স থেকে আমি ফুটবলকে ভিন্নভাবে দেখতে শুরু করেছি ও বিশ্লেষণ করছি। কেবল খেলোয়াড়ের দিক থেকেই নয়, একজন কোচের দৃষ্টিকোণ থেকেও আমি দেখছি। আমি জানি, কোচিং করানো অনেক বেশি কঠিন হবে, কারণ এটা অনেক বেশি সময় ও শ্রম নেবে। একজন খেলোয়াড় হিসেবে আপনি কেবল অনুশীলন করবেন আর বাড়ি চলে যাবেন। তবে সেসব পরের বিষয় যখন অবসর (ক্লাব ফুটবল থেকে) নেব, পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে চাইব। এরপর হয়তো এটা (কোচিংয়ে চোখ দেওয়া) সম্ভব হতে পারে।’

২০০৮ সালে আর্জেন্টিনার সিনিয়র দলে অভিষেক হয় এরপর কাটিয়ে দিয়েছে ১৬ বছর। এর মধ্যে ১৪৫ ম্যাচ খেলে গোল করেছেন ৩১টি সঙ্গে ৩২ অ্যাসিস্ট রয়েছে তার। তবে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর তিন বছর আগ থেকে ক্লাব ফুটবলের নিয়মিত মুখ ছিলেন তিনি। ২০০৫ সালে আর্জেন্টিনার রোজারিও সেন্ট্রাল ক্লাবের হয়ে যাত্রা শুরু হয় তার। এর পর্তুগিজ ক্লাব বেনফিকা (২০০৭-১০), স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ (২০১০-১৪), ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (২০১৪-১৫), ফরাসি ক্লাব পিএসজি (২০১৫-২২), ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের (২০২২-২৩) হয়ে খেলেছেন। সবশেষ গেল মৌসুমে ফের দ্বিতীয় দফায় বেনিফিকায় যোগ দেন এবং এখানেই খেলছেন তিনি।


স্পোর্টস ডেস্ক

মন্তব্য করুন