• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন আপিল বিভাগের কার্যতালিকায় * জ্বালানি তেলের দাম ১০-১৫ টাকা কমানো সম্ভব : সিপিডি * যুদ্ধ বন্ধ না হলে কোন জিম্মিকে মুক্তি দেয়া হবেনা: হামাস * প্রধান নির্বাচন কমিশনার হলেন এ এম এম নাসির উদ্দীন * সাবেক মন্ত্রী-এমপিদের ৩৪৩ অ্যাকাউন্টে সাড়ে ১৪ হাজার কোটি টাকা জব্দ * দায়িত্ব নিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী * শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না * আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম * সাবেক এমপি শাহজাহান ওমর থানা হেফাজতে * জামিন পেয়েছেন শফিক রেহমান

ফল পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম বোর্ডে নতুন করে পাস ১০১, জিপিএ-৫ পেলেন ৬১ জন

news-details

ছবি: সংগৃহীত


ফল পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম বোর্ডে নতুন করে পাস ১০১, জিপিএ-৫ পেলেন ৬১ জন

চলতি বছর এইচএসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক হাজার ৮৪৬ জনের ফল পরিবর্তন হয়েছে।  ১০১ জন শিক্ষার্থী ফেল করা ফলাফল থেকে পাস করেছেন। আর গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৬১ পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা যায়। পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২২ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান জানান, এইচএসএসসিতে পুনঃনিরীক্ষণ শেষে প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে এক হাজার ৮৪৬ জন পরীক্ষার্থীর। আর ফেল থেকে পাস করেছেন ১০১ জন। তবে এবার ফেল থেকে জিপিএ-৫ কেউ পায়নি।

তবে উত্তরপত্র পুনঃনীরিক্ষণে নম্বর বাড়লেও কৃতকার্য হতে পারেনি ৭১ শিক্ষার্থী। গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু সিজিপিএ পরিবর্তন হয়নি এমনটি ঘটেছে ১২৯ জন শিক্ষার্থীর ফলাফলে। সিজিপিএ পরিবর্তন হয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৪২৮।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন