• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* সাবেক মন্ত্রী-এমপিদের ৩৪৩ অ্যাকাউন্টে সাড়ে ১৪ হাজার কোটি টাকা জব্দ * দায়িত্ব নিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী * শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না * আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম * সাবেক এমপি শাহজাহান ওমর থানা হেফাজতে * জামিন পেয়েছেন শফিক রেহমান * ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় লিখিত অভিযোগ, তদন্ত কমিটি গঠন * হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলেননি ট্রাম্প * রাশিয়ায় এবার যুক্তরাজ্যের তৈরি ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলা * জাতি হিসেবে আমরা সবাই একই পরিবারের সদস্য: ড.ইউনূস

ময়মনসিংহে কোটাবিরোধীদের কফিন মিছিল, রেললাইন অবরোধ-বিক্ষোভ

news-details

ছবি-সংগৃহীত


ময়মনসিংহে কোটাবিরোধী আন্দোলনে হতাহতের প্রতিবাদে কফিন মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। 

বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কৃঞ্চচূড়া চত্বর থেকে কফিন মিছিলটি বের হয়ে টাউন মোড়ে গিয়ে অবস্থান নেয়।

এর আগে বেলা ১১টা থেকে নগরীর কৃঞ্চচূড়া চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এতে আনন্দ মোহন কলেজ, নাসিরাবাদ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউটসহ নগরীর বিভিন্ন স্কুল ও কলেজের হাজার হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা স্লোগানে স্লোগানে নিহত আন্দোলনকারীদের হত্যার বিচার দাবি করেন। 

এদিকে রেললাইন অবরোধ করায় কয়েকটি ট্রেন প্রায় দুই ঘণ্টা আটকা পড়ে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নাজমুল হক খান।

তিনি বলেন, শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় মহুয়া এক্সপ্রেস ট্রেন ফাতেমা নগর স্টেশনে এবং মোহনগঞ্জ লোকাল ট্রেন শম্ভগঞ্জ এলাকায় প্রায় দুই ঘণ্টা আটকা ছিল। এতে ট্রেন যাত্রীদের মধ‍্যে ভোগান্তির সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা বলেন, ন‍্যায‍্য অধিকার আদায়ের আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ যৌথ হামলা চালিয়ে আমাদের ভাই-বোনদের শহীদ করেছে। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। যেকোনো মূল‍্যে দাবি আদায় করে আমার ঘরে ফিরব। অন‍্যথায় আমাদের আন্দোলন চলছে এবং চলবে। 

এ সময় শিক্ষার্থী আন্দোলনে নগরীর বিভিন্ন সড়কে ব‍্যাপক যানজটের সৃষ্টি হতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন