news-details

টাঙ্গাইলে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ও বই উৎসব উদযাপন

নাম - ছবি : সংগ্রহীত


সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও বিনামূল্যে  পাঠ্যপুস্তক বিতরণ ও বই উৎসব উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

১ জানুয়ারি সোমবার দুপুরে টাঙ্গাইল শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ও বই উৎসব উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন। জেলা শিক্ষা অফিসার লায়লা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোবিন্দ চন্দ পাল, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, সদর উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান, শহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিবনাথ উচ্চ বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি সিরাজুল হক আলমগীর, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর উল্কা বেগম।

এসময় উপস্থিত ছিলেন বিন্দবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে, শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিক্ষা অফিসের গবেষনা বিষয়ক কর্মকর্তা মো. বায়েজিদ হোসেন।

টাঙ্গাইলের ১২ টি উপজেলার প্রাইমারি স্কুলে ২২ লাখ ১৩ হাজার ৮৮টি বই ও মাধ্যমিক শাখায় ৫৯ লাখ ৩২ হাজার ৩০২টি বই বিতরণ করা হবে।


আবু কাওছার আহমেদ, টাঙ্গাইল থেকে: