news-details

দেবীগঞ্জে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন

নাম - ছবি : সংগ্রহীত


দেবীগঞ্জে প্রাথমিকে   বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরন  উৎসব দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার   শুরু   হয়েছে।

দেবীগঞ্জ উপজেলায় এ বছর ১৩৮টি সরঃ প্রাথমিক বিদ্যালয়ে ১,৯৯,৪৪০টি বই বিতরন করা হয়েছে।  এ উপলক্ষ্যে বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ  প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করেন।   বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার ।   অন্যদের মধ্যে প্রাথমিক  শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা  বক্তব্য রাখেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারী বেগম স্বাগত বক্তব্য রাখেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রঞ্জিত কুমার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

এদিকে দেবীগঞ্জ অলদীনি সরকারি উচ্চ বিদ্যালয়ে পৃথক একটি অনুষ্ঠানে  ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরন করেন দেবীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম।এবার উপজেলার ৫৮টি মাধ্যমিক বিদ্যালয়ে ২,৫০,০০০টি বই বিতরন করা হয়েছে।  এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছলিমুল্লা ,অলদীনি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা বেগম সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।


দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি