news-details

দেশে প্রথম চালু হলো ছয় লেনের উড়াল সেতু

নাম - ছবি : সংগ্রহীত


প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম ফেনী মহিপালে ছয় লেনের ফ্লাইওভার (উড়াল সেতু) উদ্বোধন করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে ওই এলাকার ব্যবসা-বাণিজ্যসহ জনজীবন উন্নত হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উড়াল সেতু ও র‍্যাপিড পাসের উদ্বোধন করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী গণভবনে নোয়াখালী অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন করেন।

এ প্রকল্পে ১৮১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয় হয়েছে। ৬৬০ মিটার দৈর্ঘ্যের এ ফ্লাইওভারে ২৯০ মিটার র‍্যাম্প ও ১১টি স্প্যান রয়েছে। ওপরে ছয় লেন ও নিচে চার লেন সার্ভিসসহ মোট ১০ লেনে যানবাহন চলাচল করতে পারবে।

এ প্রকল্প সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিভাগ নির্ধারিত সময়ের ছয় মাস আগেই নির্মাণকাজ শেষ করেছে। ফ্লাইওভারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবিচ্ছেদ্য অংশ।


স্টাফ রিপোর্টার: