news-details

টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাম - ছবি : সংগ্রহীত


আবু কাওছার আহমেদ, টাঙ্গাইল থেকে: সারা দেশের ন্যায় ‘শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগের মূলনীতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলেও ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলে আলোচনা সভা ও আনন্দ র‌্যালি আয়োজন করে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ।

টাঙ্গাইল শহীদ মিনারে ছাত্রলীগের আলোচনা সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আনছারী, নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র জামিলুর রহমনা মিরন, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সুভাষ চন্দ্র সাহা, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মারুফ। জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপেিত্ব বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক শাফিউল আলম মুকুল, তানভীরুল ইসলাম হিমেল, মো. রাশেদুল হাসান জনি, রনি আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, জেলা যুব লীগের সহ-সভাপতি খান আহমেদ শুভ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এসএইচ চৌধুরী স্বাক্ষর, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন, শহর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক প্রমুখ।

 

পরে শহীদ মিনার থেকে আনন্দ র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এর আগে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের খন্ড খন্ড আনন্দ র‌্যালি এসে শহীদ মিনারে এসে জমায়েত হয়।


আবু কাওছার আহমেদ, টাঙ্গাইল থেকে: