news-details

বিচার বিভাগের জন্য সচিবালয় হচ্ছে না: আইনমন্ত্রী

নাম - ছবি : সংগ্রহীত


বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় হচ্ছে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মাসদার হোসেন মামলার ভিত্তিতে বিচার বিভাগ পৃথক্‌করণের রায়ে যে ১২ দফা নির্দেশনা দেওয়া হয়েছিল, সেখানে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়।

কিন্তু আইনমন্ত্রী বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার বিষয়টিকে ‘অবাস্তব’ উল্লেখ করে বলেন, ‘পৃথিবীর কোথাও কোনো গণতান্ত্রিক দেশে বা অগণতান্ত্রিক দেশে, ১৯৩টি দেশ আছে বিশ্বে, তার মধ্যে কোথাও নেই। সেই ক্ষেত্রে আমার মনে হয়, হ্যাঁ ভবিষ্যতে হবে কি হবে না, সেটা আমি বলে দিতে পারি না।’

‘এট দি প্রেজেন্ট মোমেন্ট (এ মুহূর্তে) এটা অবাস্তব’, যোগ করেন আনিসুল।

জেলা ও দায়রা জজদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে আজ রোববার সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।

অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি, যথাযথ নিয়ম মেনে করা হয়েছে বলেও দাবি করেন আনিসুল হক। এ সময় জট কমাতে দ্রুত মামলা নিষ্পত্তির ওপরও জোর দেন তিনি।


স্টাফ রিপোর্টার: