ছবি : সংগৃহীত
অভিনয়শিল্পী, নাট্যনির্দেশক ও সংগঠক মামুনুর রশীদের ‘রুচির দুর্ভিক্ষ চলছে, সেই দুর্ভিক্ষের মধ্য দিয়ে হিরো আলমের উত্থান হয়েছে’ মন্তব্যের জবাব দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।
মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে ওমর সানী বলেন, ‘শুধু আলমের নাম নিলেন বড় ভাই মামুনুর রশিদ, এরকম তো সঙ্গীতে আছে, অভিনয়ে আছে, কলাতে আছে, লেখনীতে আছে, রাজনীতির মঞ্চে আছে। ওনাদের নাম নিতে ভয় লাগে, শুধু পাইছেন মাটির গন্ধওয়ালা হিরো আলমকে। আর ওনারা আতর মাখে তাই নাম নেন নাই বড় ভাই (স্যার)।’
মামুনুর রশীদের মন্তব্যের পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার ফেসবুক লাইভে তিনি বলেন, ‘যেহেতু আমার কারণে দেশের মানুষের রুচি নষ্ট হচ্ছে, আপনি ইচ্ছা করলে আমাকে তৈরি করতে পারতেন। তাহলে মানুষের রুচি নষ্ট হতো না। বাংলাদেশে ১৮ কোটি মানুষ, শুধু হিরো আলমের কারণে যদি সবার রুচি নষ্ট হয়ে যায়, তাহলে হিরো আলমকে আপনারা মেরে ফেলে দেন। যারা রুচিবান লোক, তারা রুচিসম্পন্ন লোক তৈরি করবে না। কারণ আপনারা তেল ওয়ালা মাথায় তেল দেবেন।’
এনএনবিডি ডেস্ক: