নাম - ছবি : সংগ্রহীত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার রাতে সৌদি আরবের তায়েফ শহরে রাস্তা পারাপারের সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
নিহত আজাদ রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কবিরহাট এলাকার আব্দুল করিম বেপারী বাড়ির মৃত হেদায়েত উল্লাহর ছেলে। এদিকে মৃত্যুর খবর শুনে প্রবাসীর বাড়িতে স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
পারিবারিক সূত্র জানায়, গতকাল শনিবার রাতে মৃত্যুর পূর্বে স্ত্রী ও মেয়ের সাথে মোবাইলে কথা বলেন আজাদ। এসময় তিনি পরিবারকে জানান, প্রবাস জীবন আর ভালো লাগে না, এবার বাড়িতে এলে আর বিদেশ যাব না। সবাইকে একসঙ্গে রোজা রাখতে ও ঈদ উদযাপন করতেও পরামর্শ দেন। এছাড়া পরিবারের খোঁজখবর নেন। ফোনে কথা বলার ৫ মিনিট পরে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।
উপজেলার বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, প্রবাসী আবুল কালাম আজাদ অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সাথে আমরাও শোকাহত। তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।
আন্তর্জাতিক ডেস্ক: