নাম - ছবি : সংগ্রহীত
যুক্তরাজ্যের ওয়েল্যান্ডের এইচএমপি কারাগারে মিলছে ডিজিটাল সেবা। সেখানকার বন্দিরা ল্যাপটপ ব্যবহার করে জেলে বসেই নানা রকম সুযোগ সুবিধা নিতে পারছে। এমনকি, আপনজনদের সঙ্গে যোগাযোগ করতে তাদের কক্ষে দেয়া হয়েছে টেলিফোন ব্যাবহারের সুযোগ। এ খবর দিয়েছে যুক্তরাজ্যের প্রভাবশালী অনলাইন দ্য ইনডিপেন্ডেন্ট। নরফোকে অবস্থিত ক্যাটাগরি সি ফ্যাসিলিটির এই কারাগারে প্রায় ১০০০ বন্দি রয়েছে। এর মধ্যে শতাধিক যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামী।
অনলাইন ডেস্ক