news-details

তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত

প্রতীকী ছবি ( বিএসএসফ)


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার খয়খাট পাড়া সীমান্তের কাছে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার সময় সীমান্তের মেইন পিলার ৪৪৭ বরাবর এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ২নং তিরনই হাট ইউনিয়নের ব্রক্ষ্মতোল গ্রামের কিতাব আলীর ছেলে ইয়াসিন আলী (২১) ও তেতুলিয়া সদর ইউনিয় মাগুরা গ্রামের জনু মিয়ার ছেলে আব্দুল গনি (২২)।

এলাকাবাসী জানায়, গভীর রাতে সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা গেছে। বুধবার সকাল ৮টার সময় বিএসএফকে মহানন্দার তীরে কাঁটাতারের বেড়ার পাশ থেকে দু’জনের লাশ নিয়ে যেতে দেখা গেছে।

পঞ্চগড় ১৮ ব্যাটেলিয়ান বিজিবি সূত্রে জানা যায়, ঘটনাটি রনচন্ডী বিজিপি ক্যাম্পের এলাকায় ভারতের বিএসএফকে ক্যাম কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।


এনএনবিডি ডেস্ক :