news-details

রোহিঙ্গাদের মানবিক সংকট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়: কানাডার বিশেষ দূত

নাম - ছবি : সংগ্রহীত


এনএনবিডি ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গা সংকট ইস্যুতে নিযুক্ত কানাডার বিশেষ দূত বব রাই বলেছেন, রোহিঙ্গাদের মানবিক সংকটের কথা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বৃহস্পতিবার রাতে তার প্রকাশ করা অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে তিনি বলেন, রোহিঙ্গা শিবিরগুলো অতিমাত্রায় জনাকীর্ণ। এর ফলে ব্যাপক স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি তৈরি হয়েছে।

গত আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাদের নিধনযজ্ঞ শুরুর পর দেশটি থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা। এই সংকট নিরসনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বব রাই’কে বিশেষ দূত হিসেবে নিযুক্ত করেন। বব ইতিমধ্যে মিয়ানমার ও বাংলাদেশ সফর করেছেন।


এনএনবিডি ডেস্ক