news-details

ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ, চা বিরতিতেই নেই ৬ উইকেট

ছবি: সংগৃহীত


মধ্যাহ্নভোজের পর আবারো ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ। বের করে এনেছে ইনিংসের লেজ। হাসান মাহমুদের পর আঘাত এনেছেন নাহিদ রানা, উইকেটের দেখা পেয়েছেন মেহেদী মিরাজও।

আজ বৃহস্পতিবার শুরু হওয়া চেন্নাই টেস্টের প্রথম দিনে নিজেদের ফাঁদে নিজেরাই আটকা পড়েছে ভারত। দেড় শ’ রানের গণ্ডি ছোঁয়ার আগেই ভাঙন ধরেছে ইনিংসে। চেন্নাইয়ে টসে হেরে আগে ব্যাট করা ভারত ৪৩ ওভারে ১৪৮ রানে হারিয়েছে ৬ উইকেট।

প্রথমে থিতু হয়ে যাওয়া রিশাভ পান্তকে ফিরিয়ে দিনের চতুর্থ উইকেটের দেখা পান হাসান মাহমুদ। রিশাভ আউট হন ৫২ বলে ৩৯ রানে। এরপর লোকেশ রাহুলকে নিয়ে যশস্বী জয়সাওয়াল চেষ্টা করেন ইনিংসের হাল ধরার। তবে তাকে থামান নাহিদ।

৪১.১ ওভারে উইকেটের পেছনে সাদমান ইসলামকে ক্যাচ দেন তিনি। আউট হবার আগে খেলেন ১১৮ বলে ৫৬ রানের ইনিংস। পরের ওভারেই লোকেশ রাহুলকে নিজের শিকার বানান মেহেদী মিরাজ। রানের খাতা খুলতেই পারেননি তিনি।

এর আগে দিনের শুরুতে ভারতকে চেপে ধরেন হাসান মাহমুদ। মাত্র ৩৪ রানেই তুলে নেন ৩ উইকেট। রোহিত শর্মাকে ৬, শুভমান গিলকে ০ ও বিরাট কোহলিকে ফেরান ৬ রানে।


স্পোর্টস ডেস্ক