news-details

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানবে না ছাত্রদল

ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

আজ শুক্রবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা একথা জানান। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধকরণের বিষয় নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিয়েছে, এটা ছাত্র সমাজ মেনে নেবে না। যারা সিদ্ধান্ত নিয়েছে তারা বিগত সরকারের সুবিধাভোগী। তারা আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিলেন। তারা একটা সিদ্ধান্ত দেবে ‌এটা ছাত্র সমাজ মেনে নেবে এমন ঘটনা কোনোদিন হতে পারে না। ফ্যাসিস্টের দোসররা যদি এ ধরনের ঘটনা করে আমি বিশ্বাস করি অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা এর উচিত জবাব দেবে।’

ছাত্রদল সভাপতি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৭ সদস্যের অধিকাংশই বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের নিয়োগ করা। তারা কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত দিতে পারে না। ছাত্র সমাজ এটা মানবে না। ’

নাসির আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হত্যাকাণ্ডে ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নেই। ছাত্রদল এই দুটি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং জড়িতদের শাস্তির দাবী জানিয়েছে।’


এএনবিডি ডেস্ক