news-details

জার্মানিতে জোট সরকার গঠনে সমঝোতা

নাম - ছবি : সংগ্রহীত


জার্মানে জোট সরকার গঠনে সমঝোতায় পৌঁছেছে মার্কেলের দল ও বিরোধী দল। দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এই সমঝোতাকে স্বাগত জানিয়েছেন। গতকাল চ্যান্সেলর মার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস এবং তাদের সাবেক জোটসঙ্গী সোশ্যাল ডেমোক্র্যাটসের মধ্যে সমঝোতা হয়।


২৪ ঘণ্টার বেশি সময় ধরে তাদের মধ্যে আলোচনা হয়। তখন যে ইস্যু নিয়ে দ্বন্দ্ব সেই অভিবাসী ইস্যুতে তারা ঐকমত্যে পৌঁছান। দল দুটি বার্ষিক দুই লাখ অভিবাসী জার্মানিতে আসতে পারবে বলে সম্মত হয়েছে। দুই দলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, তারা এখন একটি জোট সরকার গড়তে সক্ষম হবেন। খবর বিবিসি’র


এনএনবিডি ডেস্ক