news-details

ফেয়ার ইলেকশনের জন্য নমিনেশন বাণিজ্য বন্ধ করতে হবে: বিচারপতি আব্দুর রউফ

ছবি: সংগৃহীত


নমিনেশন বাণিজ্য বন্ধ না করতে পারলে নির্বাচন ফেয়ার করা অনেকটা দুরূহ হবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ।

তিনি বলেন, ‘নমিনেশন বাণিজ্য বন্ধ করতেই ব্যাক্তিকে নয় দলকে ভোট দেওয়ার পদ্ধতি চালু করেন, তাহলে ৮০ শতাংশ দুর্নীতি এমনিতেই বন্ধ হবে।’

শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর সিভিলাইজেশনাল ডায়ালগ (সিসিডি) আয়োজিত নতুন রাজনৈতিক বন্দোবস্ত উন্নত জাতি গঠনের পথরেখা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুর রউফ বলেন, আমাদের এখন যে গণতন্ত্র আছে তা ইংল্যান্ড থেকে পাওয়া, কিন্তু বাংলাদেশে এটাকে কলুষিত করে ফেলা হয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ না ম এহসানুল হক মিলন। প্যানেল আলোচক ছিলেন অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, কর্নেল (অব) মোহাম্মদ আব্দুল হক, অধ্যাপক নিয়াজ আসাদুল্লাহ, কবি আবদুল হাই শিকদার, ইনকিলাব মঞ্চের সমন্বয়ক শরীফ ওসমান হাদী, বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমীদ আল মুদাসসীর প্রমুখ।

আলোচনা সভাটি মডারেট করেন সিসিডি'র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আব্দুল আজিজ।

এহসানুল হক মিলন তার ব্যক্তিগত মতদিয়ে বলেন, ঐকমত্যের ভিত্তিতে নতুন সংবিধান রচনা করা দরকার। তরুণ প্রজন্মের মতামতের প্রতিফলন থাকতে হবে। 

তিনি একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের আহ্বান জানিয়ে বলেন, বার আমাদের শিক্ষা হোঁচট খেয়েছে। তরুণদের চাহিদাকে মাথায় রেখে শিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, নতুন বাংলাদেশের জন্য দরকার বৈষম্যহীন একটি সংবিধান। এজন্য দরকার আওয়ামী লীগের দলীয় ইশতেহারের ভিত্তিতে লেখা সংবিধানের পরিবর্তে গণমুখী সংবিধান।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ কোন পথ দিয়ে এগুবে তা নিয়ে কাজ করার সুযোগ এসেছে। তাই ভবিষ্যতে সংবিধানে স্বৈরাচারী সরকার তৈরি করে এমন সব চরিত্র থাকতে পারবে না।


প্রেস বিজ্ঞপ্তি