নাম - ছবি : সংগ্রহীত
বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তার বিদেশ সফরকালীন বিমানের একটি ডানার প্যানেল ভেঙে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার একথা জানায় জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্স বা এএসডিএফ। প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য দুটি বোয়িং-৭৪৭ বিমান নির্দিষ্ট আছে।
বৃহস্পতিবার টোকিও থেকে হোক্কাইডোয় যখন উড়ে যায় বিমান দুটি, তখন এএসডিএফ-র এক কর্মকর্তাদের নজরে আসে একটি বোয়িং-৭৪৭-র ডানার একটি প্যানেল নেই। ৩৮ সেন্টিমিটার লম্বা, ২০ সেন্টিমিটার চওড়া, ল্যাপটপের সাইজের ওই প্যানেলটি ডান দিকের ডানার ইঞ্জিনের সাথে যুক্ত।
এএসডিএফ বলেছে, তারা টোকিও এবং হোক্কাইডো'র রানওয়ে সম্পূর্ণ খুঁজে দেখেছেন, কোথাও প্যানেলটি চোখে পড়েনি। ওই প্যানেলের খোঁজে তদন্ত শুরু করেছে এএসডিএফ। শুক্রবার ৬ দিনের ইউরোপ সফরে একদল প্রতিনিধিদের নিয়ে টোকিও থেকে রওনা হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। তবে যে বোয়িং-৭৪৭-র প্যানেল হারিয়ে যাওয়ায় তিনি ওই বিমানে আর উঠেননি।
এনএনবিডি ডেস্ক