news-details

ফল পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম বোর্ডে নতুন করে পাস ১০১, জিপিএ-৫ পেলেন ৬১ জন

ছবি: সংগৃহীত


ফল পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম বোর্ডে নতুন করে পাস ১০১, জিপিএ-৫ পেলেন ৬১ জন

চলতি বছর এইচএসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক হাজার ৮৪৬ জনের ফল পরিবর্তন হয়েছে।  ১০১ জন শিক্ষার্থী ফেল করা ফলাফল থেকে পাস করেছেন। আর গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৬১ পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা যায়। পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২২ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান জানান, এইচএসএসসিতে পুনঃনিরীক্ষণ শেষে প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে এক হাজার ৮৪৬ জন পরীক্ষার্থীর। আর ফেল থেকে পাস করেছেন ১০১ জন। তবে এবার ফেল থেকে জিপিএ-৫ কেউ পায়নি।

তবে উত্তরপত্র পুনঃনীরিক্ষণে নম্বর বাড়লেও কৃতকার্য হতে পারেনি ৭১ শিক্ষার্থী। গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু সিজিপিএ পরিবর্তন হয়নি এমনটি ঘটেছে ১২৯ জন শিক্ষার্থীর ফলাফলে। সিজিপিএ পরিবর্তন হয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৪২৮।


এনএনবিডি ডেস্ক