news-details

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ

ফাইল ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় দুই দিন বাড়িছে কর্তৃপক্ষ।

কারিগরি ‘বিঘ্ন ঘটায়’ ভর্তির আবেদন প্রক্রিয়া এর মধ্যে একদিন বন্ধ থাকায়, আগামী বুধবার পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি।

বৃহস্পতিবার অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৪ নভেম্বর থেকে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়; যা ২৫ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। সময় বাড়ানোর ফলে আবেদনের সুযোগ থাকছে ২৭ নভেম্বর পর্যন্ত।

মোস্তাফিজুর রহমান বলেন, ঝুঁকি অনুভব করাতে আমরা ভর্তির আবেদনের সিস্টেমটি অফ করে রেখে কাজ করি। সিস্টেম পুরোপুরি সিকিউরড হওয়ায় আবারও শিক্ষার্থীরা আবেদন করতে পারছে।

শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা ভর্তির আবেদন দুইদিন বাড়িয়েছি। শিক্ষার্থীরা ২৭ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবে।

এখন পর্যন্ত ২ লাখ ৫৬ হাজার ৪৯৬টি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

এর আগেও কোভিড মহামারীর বছর ২০২০ সালেও এ ধরনের ক্রুটি দেখা দিয়েছিল।


এনএনবিডি ডেস্ক