news-details

এখনো সাগর-তলে 'গডফাদার অব কোরাল

নাম - ছবি : সংগ্রহীত


এনএনবিডি ডেস্ক: তরুণ বয়সে সাগরের তলদেশের বিস্ময়কর প্রাণীজগত তাকে আগ্রহী করে তোলে সমুদ্র বিজ্ঞানী হিসেবে কাজ করার জন্য। আর গত পঞ্চাশ বছর ধরে গ্রেট ব্যারিয়ার রিফে ডাইভিং করছেন তিনি।

চার্লিকে বলা হয় 'গডফাদার অব কোরাল'।
এই মুহূর্তে বিশ্বের পরিচিত সামুদ্রিক প্রাণির মধ্যে কুড়ি শতাংশের বেশি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন তিনি।
এর মাধ্যমে সমুদ্রের তলদেশে প্রানীজগত ও প্রবালের জীবন চক্র সম্পর্কে মানুষের সাধারন ধারণা অনেকটাই তিনি বদলে দিয়েছেন।
কিভাবে এসব কিছুর শুরু সেই গল্প বলতে গিয়ে মি ভেরন বলছিলেন, "আমার যখন ১৮ বছর বয়স, আমি তখন প্রথম সমুদ্রের তলদেশে যাওয়া শুরু করি। ঐ সময়ে এধরণের কাজ কেবল পাগলাটে ধরণের মানুষেরাই করত।"
১৯৭২ সালে চার্লি ভেরন তার স্বপ্নের চাকরি পেয়ে গেলেন।
অর্থাৎ তার ভালো লাগার সঙ্গে একশ ভাগ মিলে গিয়েছিল এমন একটি চাকরি পেলেন তখন তিনি।
অস্ট্রেলিয়ার উপকুলে গ্রেট ব্যারিয়ার রিফের প্রথম পূর্ণকালীন সমুদ্র বিজ্ঞানী হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
চার্লি ভেরন বলছেন, "আমরা একের পর এক গুরুত্বপূর্ণ আর অসাধারণ সব প্রাণি আবিস্কার করতে থাকলাম। আমরা যে সৌন্দর্য রোজ দেখতাম, তার আসলে কোনো তুলনাই হয় না। সাগরের এত নিচে এত প্রাণ থাকতে পারে, এত জীবন্ত হতে পারে, কোনো ধারণাই ছিল না আমার।"
গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর দীর্ঘতম প্রবাল রিফ যা প্রায় তিন হাজারের বেশি একক প্রবাল প্রাচীরের সমন্বয়ে গঠিত।
প্রবাল, পলিপস ইত্যাদি কোটি কোটি ক্ষুদ্র অর্গানিজমস দ্বারা এই রিফ কাঠামো গঠিত।
এখানে হাজারো প্রাণের অস্তিত্ব আছে। ১৯৮১ সালে গ্রেট ব্যারিয়ার রিফকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করা হয়।
চার্লি ভেরন বলছেন, "আমি তখন এমন একটা পৃথিবী দেখছিলাম, যা আদতেই কেউ কখনো দেখেনি। কেউই দেখেনি এমনটা। এটা ছিল অনেকটা চাঁদে যাবার মতো ব্যাপার।"

কিন্তু তার সেই যাত্রার সবটাই সুন্দর ছিল না।
১৯৮০র শুরুর দিকে, চার্লি খেয়াল করলেন সেখানে একটি অদ্ভুত সাদা প্রবাল প্রাচীর।
এখন আমরা জানি, কোনো প্রবাল তখনই সাদা হয়ে যায়, যখন সাগরের পানি খুবই গরম হয়ে যায়।
দীর্ঘ সময় ধরে পানির অবস্থা একই রকম থাকলে প্রবাল মরে যায়।
কিন্তু সে বিষয়ে বিজ্ঞানীরা তখনো কিছু জানেন না।

সেনিয়ে চার্লি ভেরন বলছিলেন, "আমি একটা সাদা প্রবাল দেখলাম, দেখে মনে হলো ব্লিচ করা। ছবি তুললাম সেটার। সেটা ছিল সাদা হয়ে যাওয়া প্রবালের প্রথম প্রকাশিত কোনো ছবি। আমি জানতাম না সেটা কী। ভেবেছিলাম হয়ত অসুস্থ কোনো প্রবাল হবে। কিন্তু পুরো জাতের প্রবাল সাদা হয়ে যাবার পর ততদিনে অনেক বছর কেটে গেছে।"
তারপর থেকেই চার্লি প্রবালের সাদা হয়ে যাওয়া ঠেকানোর বিষয়ে সচেতনতা বাড়ানোর কাজ করছেন।
প্রবাল নিয়ে তার মতো দীর্ঘ সময় ধরে লেগে থেকে আর কেউ কাজ করেনি।
নিজের সেই জ্ঞান থেকে চার্লি বলছেন, সমুদ্রের নিচের প্রাণ বাঁচানোর জন্য এখনো যদি কর্তৃপক্ষ সচেতন না হয় তাহলে, একদিন এসব প্রবাল প্রাচীরের আর কোনো অস্তিত্ব থাকবে না।


এনএনবিডি ডেস্ক