news-details

সুস্থ হয়ে আবারো মঞ্চে ফিরেছেন সাবিনা ইয়াসমিন

ফাইল ছবি


কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন। অসুস্থতার কারণে দীর্ঘ এক বছর মঞ্চে অনুপস্থিত ছিলেন তিনি। গত বছর দীর্ঘ সময় বিদেশে থেকেছেন চিকিৎসার জন্য। কারণ, তার শরীরে ক্যানসার ফিরে এসেছিল।

চিকিৎসা আর রেডিওথেরাপি শেষে সুস্থ হয়ে আবার গানে ফেরার ঘোষণা দিয়েছিলেন চলতি বছরের জানুয়ারি মাসে।

ভক্তদের অপেক্ষার পালা শেষ। কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এখন পুরোপুরি সুস্থ, জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের সহকারী জাহাঙ্গীর সাঈদ। শুধু তা-ই নয়, আগামী মাসে কানাডার টরন্টোতে ‘অষ্টম বাংলাদেশ ফেস্টিভাল’-এ গান শোনাবেন তিনি।

টরন্টো প্যাভিলিয়নে ১৭ মে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। সেখানে সাবিনা ইয়াসমিনকে দেওয়া হবে বিশেষ সম্মাননাও।

এক ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন টরন্টোর বাঙালিদের আমন্ত্রণ জানিয়ে বলেছেন, ‘১৭ মে আপনারা সবাই আসবেন, দেখা হবে, গল্প হবে, গান তো হবেই। অপেক্ষায় রইলাম আপনাদের সঙ্গে দেখা হওয়ার।

সাবিনা ইয়াসমিন কনসার্টের দুই দিন আগে কানাডায় পৌঁছাবেন বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। এই উৎসবে বাংলাদেশ থেকে আরও উপস্থিত থাকবেন জনপ্রিয় তারকা মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই ও তানজিকা আমিন। 


এনএনবিডি ডেস্ক