নাম - ছবি : সংগ্রহীত
জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে নির্বাচন কমিশনকে তাগিদ দিয়েছেন সাবেক সিইসি, নির্বাচন কমিশনার ও সচিবরা। ইসি’র সংলাপে অংশ নিয়ে তারা বলেছেন, সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই সব দলকে নির্বাচনে আনতে হবে। এজন্য যদি ইসিকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে হয় তা করতে হবে। দশম জাতীয় সংসদ নির্বাচনে সব দল না আসায় অনেক ক্ষতি হয়েছে। এর পুনরাবৃত্তি ঘটলে খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং অফিসার হিসেবে ইসি’র নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেয়াসহ বিভিন্ন ইস্যুতে ইসিকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
অনলাইন ডেস্ক