news-details

শিরোপা জয় করায় মেয়েদেরকে মাশরাফি-সাকিবের অভিনন্দন

নাম - ছবি : সংগ্রহীত


স্পোর্টস ডেস্ক: ছেলেদের ফুটবল নিয়ে যেখানে প্রত্যাশা বেশি সেখানে সাম্প্রতিক কালে প্রাপ্তির খাতা নিছকই শূন্য। অন্যদিকে মেয়েদের ফুটবল যেখানে ‘অবহেলিত’ সেখানেই মেয়েরাই বাংলাদেশকে নিয়ে গৌরবের উপলক্ষ এনে দিয়েছে । বলাযায়, দেশের ফুটবলের নতুন তারকারা এখন মেয়েরা। প্রত্যাশা ছেলেদের নিয়ে থাকলেও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মেয়েদের মাথায় উঠেছে। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাঘিনীদের দোর্দণ্ড প্রতাপ ছিটকে দিয়েছে বাকি সব দলকে, অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের নতুন পরিচয় লেখার সোনালী মুহূর্তে মেয়েদের অভিনন্দন জানিয়েছে দেশের নানা শ্রেণী- পেশার মানুষ।

এ তালিকা থেকে টাইগাররাও বাদ যান নি। রবিবার রাতেই বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা মাশরাফি ও সাকিব নিজেদের ফেসবুক পেজে অভিনন্দিত করেছেন শামসুন্নাহার-আঁখিদের।

ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাঁর ভেরিফায়েড ফেসবুক পাতায় লেখেন, ‘ভারতকে হারিয়ে আজ অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। কত বাধা পাড়ি দিয়ে এসে নিজেকে একজন চ্যাম্পিয়ন হিসেবে তৈরি করা যায়, তা এই বিজয়ী মেয়েদের জীবনগল্পের প্রতিটি প্যারাতে লেখা।’

টেস্ট ও টি-২০ অধিনাকয় সাকিব আল হাসান তাঁর ভেরিফায়েড ফেসবুক পাতায় লেখেন, ‘বাংলাদেশের মেয়েদের অসাধারণ এক শিরোপা অর্জন! মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ-এর ফাইনালে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে জানাই প্রাণঢালা অভিনন্দন।’

মাশরাফি-সাকিবের এই অভিনন্দন নিশ্চয়ই প্রেরাণ জোগাবে অদম্য তরুণীদের।


স্পোর্টস ডেস্ক